Last Updated: Saturday, July 7, 2012, 22:47
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ ইস্যুতে পুরনো অবস্থানেই অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ তাঁরা মেনে নেবেন না বলে আজ আবারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। আজই কলকাতায় আর্থিক সংস্কারে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলেন অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা কৌশিক বসু। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর গুরুত্ব বোঝাতে পারলে তিনি বুঝবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই তা খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী।